নেতাজী তুমি আসতে যদি আবার

✒️পাপিয়া দাস

ছোটবেলায় দাদুর মুখে 
কত গল্প শুনেছি তোমার -
তোমায় নাকি দাদু দেখেছিল কতো জনসমাবেশে, আর কতো সভায়,
দেখেছিল দেশের স্বাধীনতার জন্য তোমার প্রানপণ লড়াই।

তোমার সেই বীরত্বের গল্প,
পড়েছি পাঠের ইতিহাসে।
তোমার সাহসিকতার গল্প শুনেছি,
ইতিহাসের স্যারের কাছে।

তোমায় একটিবার দেখার ইচ্ছে ছিল খুব,
কিন্তু তুমি এলেনা আর।
তুমি এলে না ফিরে এই কাপুরুষের দেশে,
চলে গেছো তুমি অজানা কোন দেশে?
তোমার মত সাহস ও বীরত্ব নিয়ে চলার মতো কাউকে
আজও আমাদের দেশ খুঁজে তোমায় বার বার,
নেতাজী তুমি ফিরে আসতে যদি আবার-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ