✒️রূপালী রায়
একি শহরের ভীড়ে
তুমি আমি একি পথের যাত্রী
হ্যাঁ, আমি জানি তুমি গল্প প্রেমিক
আমি কবিতাটাই বেশি ভালোবাসি।
তোমার নীল রং তা বেশি প্রিয়
আমি হলুদ ভালোবাসি ।
তুমি অবেলায় আমার সুপ্রভাত বলো
সে নিয়ে আমি প্রচন্ড অভিমানী
তবু আমি শুধু তোমার সেই অবেলার সুপ্রভাতের অপেক্ষাতেই থাকি
অমি শুধু তোমাকেই ভালোবাসি।
শুনলে !
আমি তোমাকেই ভালোবাসি।।
হ্যাঁ, তুমি কথায় কথায় বলো ঠিক ই
আমি বড্ড মেজাজি মেয়ে
তবে আমি এ ও জনি
কেউ আমায় কিছু বললে
তুমি হয়ে উঠো কি ভীষণ প্রতিবাদী।
0 মন্তব্যসমূহ