✒️সানিয়া জাহান
আমার ভাঙ্গা ভাঙ্গা মনটা
আবার জোড়তে চাই
তোমার অপেক্ষায়।
শ্রাবণের বিকেল বেলায়
তোমায় নিয়ে লিখা গান শুনে
মোর চোখের শ্রাবণ গুন গুন গায়।
ওই হাওয়াদের গল্প শুনে শুনে গান বুনি
শুধু তোমার অপেক্ষায়।
আবার সাজিয়েছি গুছিয়েছি
তবু কেন আসনি তুমি?
একা মন পাড়ায়
মোর স্বপ্নের সাথী।
তবু তুমি আসনি।
আমার ভালোবাসা বোঝোনি
খাঁটি সোনা আজও তুমি চেনো নি
আমার গল্প গুলি শুনোনি
তুমি আসনি।
0 মন্তব্যসমূহ