✍️ অর্পিতা বৈদ্য
কর্মের ফলে ভাগ্য মিলে
গুনীজনে কয়,
সঠিক কর্ম করলে পরে
জীবন হবে জয়।
নিজের দোষে দোষী হয়ে
ফেলে অন্যের গায়,
তারে কি আর গুণী বলে
মন্দ পানে ধায়।
ভালো কর্ম করলে পরে
সুখে কাটে কাল,
ছলচাতুরি করলে পরে
হয় যে জীবন ঢাল।
কর্ম করলে ভাগ্য ফলে
জীবন সুস্থ হয়,
সত্য পথে সহজ জীবন
মহান স্বর্গ জয়।
মিথ্যা ছেড়ে সত্য ধরি
সত্য পথে চল,
মিলবে তরে ভাগ্য ফলে
আসবে মনে বল।
0 মন্তব্যসমূহ