এ সময়ে সত্য বলা বড় বোকামি হলেও

✍️ অপাংশু দেবনাথ 

------------------------------------------------------

প্রাক-যৌবনে মাকে বোঝাতে পারিনি 

সত্য বলেছিলাম। 

প্রমাণের পথ না খুঁজে 

আঘাতে নিজেকেই ক্ষতবিক্ষত করেছি। 


বিলম্বিত যৌবনে তোমাকেও বোঝাতে পারিনা, সত্যই বলেছি প্রলম্বিত অন্ধকারে দাঁড়িয়ে। 


সব কিছু মাথা পেতে নিতে পারি বোকার মত, বোকারাও অকারণ হুচোট খেলে মাঝে মাঝে বেঁকে বসে ঠিক। 

জীবনে কোনোকিছুই ঠিকঠাক চলেনা বলে 

এ সময়ে সত্য বলা বড় বোকামির কাজ,

এ কথা জেনেও বহু মানুষের মতো 

তার মুখোমুখি দাঁড় করাই নিজেকে।


জানি,অসংখ্য মিথ্যায়ও স্বধর্মে উজ্জ্বল সে,

জীবনের মতো সময় যতোই অপবাদ দিক,

টের পাই বুকের খোলা বারান্দায় বসে

সুদূরের সে বাউল একতারা বাজায় অহোরাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ