ইনফ‍্যাচুয়েশন"


✍️ শ্রীজনার্দন


রাতের গভীরে ঘুম, তার গভীরে স্বপ্ন ;

কালোনিদ্রায় স্বপ্নভঙ্গ, এক আকাশ বিরক্তি ;

পিরামিডের মতো অশান্ত বলয়;

যাকে ঘিরে শুধু বাসনা,

দিবারাত্র শুধু প্রলয়ের হুঙ্কার।


এই তো বেশ আছি,

যেচে গিয়ে মোহগ্রস্ত হয়েছি;

বেলে পথে চলতে গিয়ে,

হোঁচট খেয়েছি কতবার;

আপাদমস্তক ডুবিয়েছি সহস্রবার।


এবার হয়তো একটা ধাপ পিছিয়ে,

শোধনের এক ধাপ এগিয়ে,

ডেকোনা শুধু আমায়;

তোমরাই করে নাও তোমাদের মতো,

জয়জয়কার হোক তোমাদের।


একটু ঠিকঠাক হও,

কল্পনাপথে আড়ি দিয়ে ;

চলতে থাকো দুর্বার গতিতে,

হয়ো না মোহগ্রস্ত আমারই মতো;

তারপর, বিন্ধ‍্যাচলে শুয়ে দেখো,

সবই একটা ইনফ‍্যাচুয়েশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ