✍️ জয়ন্তী চৌধুরী
আগরতলা।
সারাদিন শুধু ভাবা আর ভাবা,
আমি ভাবি তুমি ভাবো, সবাই ভাবে,
ভুগছে সবাই হীনমন্যতায়
যেমন খুশি উড়াই ফানুস
ন্যায় নীতিতে বিশ্বাসী আমরা
কর্তব্যে হই বিচলিত আমরা।
কিছু করলেই ভাবি
কতকিছু করে ফেলেছি।
ভালোবাসা ভুলে যাই,
ভুলে যাই কর্তব্য,
কিছু করলেই মনে হয়
মহান হয়েছি আমরা সবাই।
এই ভাবনা ভুলে গিয়ে,
কাজ করি মিলেমিশে।
0 মন্তব্যসমূহ