বাস্তববাদী কবি

✍️ শিবব্রত গুহ
কবি সুকান্ত, তুমি হলে বাস্তববাদী কবি,
তোমার কবিতা কল্পনাভিলাষী নয়,
তোমার কবিতা কঠিন কঠোর রুক্ষ 
বাস্তবের পটভূমিতে রয়েছে দাঁড়িয়ে। 
তোমার কবিতা বলে,ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
সুন্দর পৃথিবী গড়ার কথা।
তুমি হৃদয় দিয়ে করেছো অনুভব, 
মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে,
তুমি সর্বদা গেয়েছ মনুষ্যত্বের জয়গান।
মানুষের ক্ষুধাকে তুমি করেছো অনুভব, 
তোমার কবিতা বিপ্লব জাগায় মনে,
তোমার কবিতা দুর্বলের বল,
অসহায়ের হল সহায়।
হে বাস্তববাদী কবি, সুকান্ত, 
তুমি আজো র‍য়েছো বেঁচে,
সংগ্রামী মানুষের হৃদয়ে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ