ব্যস্ত মানুষ

✍️ইমরান খান রাজ

মানুষগুলো খুব ব্যস্ত
সময় তাঁদের অল্প,
স্বাধীন দেশে শান্ত মনে
বলছি আমি গল্প।

কেউ ব্যস্ত দোকান কার্যে
কেউ খাচ্ছে পান,
কেউবা স্বপ্ন দেখছে অবাধ
বাউল গাইছে গান।

মেঘলা আকাশ ক্লান্ত হয়ে
দিচ্ছে মৃদু হাওয়া,
কারো আবার স্বপ্নগুলো
করছে পায়তারা।

মানুষগুলো ভিন্ন সবাই
রংধনুর মতো,
ছুটে চলে মায়ার টানে
শক্তি আছে যতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ