শেষ বিদায়

সুস্মিতা সরকার ✒️

দেহের আজ শেষ বরন 
সাজ আজ শুধু ফুল ।
উপার্যিত সন্মান আজ
শুধু শেষ সম্বল ।
অগ্নি আজ অপেক্ষায়
দেহের মায়া শেষ ।
রূপ কথার গল্পের মায়া
বাকি শুধু কিছুক্ষণ ।
অশ্রু আজ বিদায় জানায় 
আজ যে শেষ যাত্রা।
পাপ পূণ্য গুনে সব 
জীবনকে শেষ বিদায় জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন