ফিরে আসতে চাই

 ✍ সুমিতা স্মৃতি
আবারও আমি ফিরে আসতে চাই, 
সবুজ বনানী ঘেরা এই সুন্দর ত্রিপুরায়।। 
যেখানে রয়েছে অনেক জাতি, অনেক ধর্মের বাস। 
ত্রিপুরার প্রধান উদ্ভিদের মধ্যে অন্যতম বাঁশ।। 
এখানে রয়েছে বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ভাষা। 
আবারও ত্রিপুরায় ফিরে আসতে চাই এটাই আমার আশা।। 
বড়মুড়া,আঠারোমুড়া অথবা জম্পুই  পাহাড়ে। 
নয়তো বা ফিরে আসতে চাই গোমতী নদী বা মনুর তীরে।। 
বাঙালি, পাহাড়ি বা অন্য সম্প্রদায় রুপে। 
ফিরে আসতে চাই এই মনোরম ত্রিপুরার বুকে।। 
ত্রিপুরাসুন্দরী তিনদিকে বাংলাদেশ দ্বারা আবৃত। 
আরেকদিকে আসাম- আগরতলা জাতীয় সড়ক অবস্থিত।। 
ডুম্বুর জলাশয়ে অথবা শুকনো কোনো জায়গায়। 
ফিরে আসতে চাই আমি এই সুন্দর ত্রিপুরায়।।
প্রতি বছর অনেক দর্শনার্থী ত্রিপুরা দর্শনে আসে। 
শস্য শ্যামলা সুন্দর ত্রিপুরাকে সবাই ভালোবাসে।। 
ক্ষুদ্র এই পাহাড়ি রাজ্য লক্ষাধিক লোকের বাসস্থান। 
এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় ত্রিপুরাবাসীর সন্মান।। 
তাইতো আমার মন আবারও ফিরে আসতে চায়, 
সবুজ বনে ঘেরা এই সুন্দর ত্রিপুরায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ