বসন্ত

   ✍️ সুবর্ণা

স্নিগ্ধ সকাল,  মিঠে কড়া আলো
হিমেল হাওয়ায় হৃদয় ছুঁয়ে গেলো।

ফুটপাথের ধূমায়িত চায়ে
কুয়াশার চাদরে উষ্ণতা মাখিয়ে।

প্রজাপতিরা  উড়ে  বেড়াবে মনে
  মেঘের সাথে খেলার সনে।

দোতারায় সুর তুলে
প্রতীক্ষার সকল স্মৃতি ভুলে।

বসন্তের ক্যানভাসে রঙের আঁকিবুঁকি
রক্তিম পলাশে বুঁদ হয়ে থাকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন