✍️বিশাল বিশ্বাস
জানিস!এতোদিন বাদেও তোর কথা ভাবতে আলাদা করে আমার সময় বার করতে হয়না, বিশ্বাস কর!তোর অনুপস্থিতির অবকাশে তোর স্মৃতিচারণে আমায় তোর ছবি খুঁজতে হয়না, তোর সাথে কাটানো মূহুর্ত গুলি ভাবতে আমায় আর আগের মতন অলিতে-গলিতে ছুটতে হয়না, তোকে নিয়ে লিখতে আমায় কল্পনার জগতে ভাসতে হয়না;আমার লেখায় কোনোরকম মেকিতার ছাপ লাগাতে হয়না, কারোর সামনে তোর ব্যাখ্যা করতে আমার একবারও কটূক্তি কিংবা অভিমান করতে হয়না, তুই বহুদূরে জেনেও তোকে ফিরে পাবার জন্যে আমায় মন্দিরে প্রণামের লাইন দিতে হয়না, তোর স্মৃতিগুলির শক্তিই বলব নাকি মুহূর্তগুলোর অবদান;যে চলার পথে আমার আর কোনো পথিকের প্রয়োজন হয়না, পুরোনো মেসেজগুলো যদিও আর দেখাহয়না তবুও তোর পাঠানো প্রথম মেসেজটি যেন আজও ভোলা যায় না, তোর অনুশাসনগুলি বৃষ্টিতে ছাতা ছাড়া আমায় আর বেরোতে দেয়না;তোর অনুভবী কথাগুলো আমায় কখনো ভুলপথে চলতে দেয়না, আমায় হাসতে কিংবা নোনা জল টপকাতে তোকে ছাড়া আর অন্য কোন কারন খুঁজতে হয়না, আক্ষেপতো একটাই তোকে জন্মদিনে আর সবার আগে শুভেচ্ছা দেওয়া যায় না এবং আমার পরীক্ষার সময় আর তোর কাছ থেকে শুভেচ্ছা পাওয়া যায়না,
এতোসবের মাঝে সত্যিই প্রশ্ন জাগে,এ কেমন ভালোবাসারে তোর প্রতি আমার?হাজারো চেষ্টা শেষেও যাকে ভোলা যায় না ।।
0 মন্তব্যসমূহ