সারাটা বিকেল জুড়ে নদীর ধারে
করি সন্ধ্যা হবার অপেক্ষা ।
যাচ্ছে দিন বাড়ছে বয়স
জীবন জুড়ে হাজারো সমস্যা ।
ভেবে রাখা সবকিছু হচ্ছে এলোমেলো
স্বপ্নগুলো বাস্তবতার কাছে হারিয়ে গেলো ।
তবুও বাঁচতে হয় , রাখতে হয় মনে আশা
নিঃস্ব এই জীবনে নিজের উপরই ভরসা ।
সত্যি জানা নেই আর কত কঠিন হবে আগামী
নিজের দুঃখ নিজেকেই সামলাতে হয় এটুকু জানি।
0 মন্তব্যসমূহ