✍️ সুস্মিতা মহাজন
যাযাবরের ন্যায় যেখানে সেখানে ঘুরে বেড়ায়,
হৃদয়ের উজাড় করা প্রেম।
স্থায়ী হতে পারে না কোথাও -
মনের মতো ভালোবাসা যে,
পায় না কোথাও!
কখনো নিজের মনের কাছে হেরে যায়,
কখনো তার মনের কাছে -
কভু সে পায় না তার পরিতৃপ্তি।
নিজের নিদিষ্ট স্থান খুঁজে পায়নি কখনও,
সারাক্ষণ দ্বিধা দ্বন্ধের মাঝে কাটে।
বারবার আশার আলো জ্বেলেও-
ফিরে ফিরে আসতে হয়,
নিজের ভাঙা হৃদয়ের কাছে।
যাযাবরের মতো জীবন কাটে,
পথে পথে কত না লাঞ্ছনা সইতে হয়।
শুধুমাত্র একটা নিদিষ্ট নীড় পায়নি বলে,
কত কতবার সম্মুখীন হতে হয়-
জবাবদিহি করতে হয় কতজনের কাছে।
নিশ্চুপ থাকতে থাকতে ব্যথা বাজে,
হৃদয়ের এককোণে..........
ভাঙ্গা স্বপ্নেরা পড়ে থাকে আঙ্গিনাতে।
আর নিজের নীড় খুঁজতে থাকে.......
হৃদয়ের ভাঙ্গা আয়না নিয়ে।