নব দিশার পৃথিবী

               ✍️রেহানা বেগম হেনা

কালের বিবর্তনে সদ্য ভূমিষ্ঠ শিশুর এক হাতে হাতুড়ি উঠুক, 
অন্য হাতে তুলে দাও তুমুল শানিত তরবারির ধারালো কলম , 
মুষ্টিবদ্ধ একজোড়া হাতে ওসব ছুঁয়ে শিশুটি বেড়ে ওঠুক অস্ত্র সীমানায়!
ওকে গড়ে উঠতে দাও, 
পৃথিবীর প্রতিটি সমকোণ ভরে আছে আগাছা জঞ্জালের স্তূপীকৃত মনন।
বোধহীন প্রান্তরের নাগপাশে
মানুষে মানুষে হানাহানি,
চলছে কল্প কথার অহেতুক 
গল্প ছুড়ি,
আত্মিক মেলবন্ধনের আকাশ ছেয়েছে ঘনঘটার বিষাক্ত মেঘে,
এ কালো পুঞ্জ সরাতেই হবে।
এসব দোর গোড়ায় আঘাত হানতে দাও শিশুকে,জাগৃতির
হাতুড়ি আঘাতে চুরমার হোক যাবতীয় কুক্ষিগত চিন্তন,
ধূলিসাৎ হয়ে যাক হিংসা ঘৃণা দ্বেষ।
জাতপাত ধর্ম বকলমে যতো প্রাচীর মিনার সরে মনোনিবেশে নামুক এক প্রাঞ্জল আগামী। 
আপামর শিশু কণ্ঠে নিঃসৃত হোক সম্প্রীতির মহার্ঘ বাণী।
গড়ে উঠুক নব দিশার পৃথিবী,বেদনাবিধুর পরিবেশ উবে অঙ্গীকারে থাক সহাবস্থানের পূর্ণতা।
না-হলে কিসের---
চকলেট,হাগ,গোলাপ, ভালোবাসা দিবসের অহেতুক উদযাপন!
শিশুই পারে এ বিশ্ব হতে জঞ্জাল সরিয়ে সুস্থ মননের মানচিত্র উপহার দিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ