বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ

আজ সকাল ৮ ঘটিকার দিকে প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। জানা বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে ঘরে শয্যাশায়ী ছিলেন। নিজের পরিবারকে উনি বলেন যে, উনাকে যেন হসপিটালে না নেওয়া হয়। সেই মতে উনার পরিবার বাড়িতে রেখে চিকিৎসা করান। সকল জল্পনার শেষে তিনি রোগে ভারাক্রান্ত হয়ে সকালবেলায় প্রাণ ত্যাগ করেন।
ABP: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। কবি শঙ্খ ঘোষের জীবনাবসান। বয়স হয়েছিল ৯০ বছর। ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের।  তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’, ‘মূর্খ বড় সামাজিক নয়’। 

শঙ্খ ঘোষের তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান স্যালুট ছিল অপছন্দের, তাই পরিবারের সঙ্গে কথা বলে প্রয়াত কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

শঙ্খ ঘোষের বাড়িতে ফোন মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, আড়ম্বরহীন শেষকৃত্য চায় পরিবার। নীরবে শেষকৃত্য সম্পন্ন হোক, চায় পরিবার। 

১৯৭৭ সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ। ‘ধূম লেগেছে হৃৎকমলে’ কাব্যগ্রন্থের জন্য ১৯৮৯ সালে রবীন্দ্র পুরস্কার পান তিনি। ১৯৯৯ সালে কন্নঢ় ভাষায় লেখা নাটক অনুবাদের জন্য দ্বিতীয়বার সাহিত্য অ্যাকাডেমি সম্মান পান তিনি। ১৯৯৯ সালে দেশিকোত্তম সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ২০১১ সালে পান পদ্মভূষণ সম্মান। ২০১৬ সালে পান জ্ঞানপীঠ পুরস্কার। 

‘মহা বটবৃক্ষের পতন ঘটল। তরুণ কবি-লেখকদের মাথার উপর পিতা ও অভিভাবকসম ছিলেন তিনি এতদিন। তিনি ছিলেন জাতির বিবেক।’ শঙ্খ ঘোষের প্রয়াণে শোকজ্ঞাপন করে বললেন কবি জয় গোস্বামী।

‘খুবই ভারাক্রান্ত। কিছুদিন আগেই শঙ্খদাকে ফোন করেছিলাম। তিনি নিজে ফোন ধরতে পারতেন না। আমি জিজ্ঞাসা করলাম, শঙ্খদা কেমন আছেন? তিনি বললেন, ভাল। শরীর বিকল হলেও, এই বয়সেও তাঁর স্মৃতি ও মনোবল সতেজ ছিল।’ শোকপ্রকাশ করে বললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন