✍️সৌরভ শীল
জীবনের মানে বুঝতে গেলে রবি ঠাকুর কে চিনতে হয়;
হাজারো উপন্যাস,গানে-গানে রয়।
জীবনের আনন্দ-কষ্টে কবি রয়েছো তুমি,
তোমারে হাজারো প্রণাম তোমার চরণে চুমি।
সুখে-দুঃখের নিত্য সহচরী, তুমি আর তোমার উপন্যাস, প্রবন্ধ;
ছড়িয়েছো তুমি মনের মাঝে হাজারো ছন্দ।
জীবনের মানে শিখিয়েছ
ধরেছো তুমি হাতে খড়ি;
সৌম্য মূর্তি তুমি ধরেছো হাত।
তোমার গানে গানে আসবে নতুন প্রভাত।।
সার্থক স্বপ্ন দেখিয়েছো তুমি
আমি তো নগণ্য তোমায় কতটুকু বা জানি।
দেখিয়েছো তুমি আলোকের সন্ধান,
করেছ তুমি ভালোবাসার উদ্যান।
তুমি নক্ষত্র রাজ রবি
তুমি আর কেউ নও আমাদের বিশ্ব কবি।
তুমি রয়েছো প্রতি মুহূর্তে মনে প্রাণে,
রয়েছো তুমি হৃদয়ের স্মৃতির কোণে।
তুমি চলে যাও নি,
রেখে গেছো হাজারো উপহার
ধন্য হলাম ধন্য ওগো
ভারতের পূর্ণ তীর্থে চরণ তোমার।