নারীত্ব


           ✍️পিয়ালী দেব

 নারীর আলোয় আলোকিত হল ভুবন।
অতীত হতে বর্তমান পর্যন্ত নারীর আলোয় বাঁচে জাতি।।
নারী শক্তি পূর্ণশক্তি, নারী বীনা বৃথা ভুবন।
নারীর উন্নতি সমাজের উন্নতি, নারী ছাড়া জটিল জীবন।।
তবু লাগে নারী এখনও বন্দী করা পাখি যেমন।
জন্ম হতে বড় পর্যন্ত গুরুজনদের কথা শুনতে হয়।।
বিয়ে হলে বৃদ্ধ পর্যন্ত স্বামীর কথা মানতে হয়।
নিজের ইচ্ছায় চলতে গেলে পর অপবাদ শুনতে হয়।।
সংসারের নিয়মানুসারে নারী-পুরুষ ভিন্ন দু-জন।
নারী পারে না,পুরুষ পারে এই ভাবনায় লিপ্ত সকল।।
জন্ম হতে শিক্ষা দেয় পুরুষ যা পারে, নারী পারে না।
এ সব কেমন নিয়মকানুন?
নারীকে না দাবিয়ে উত্তরণের সুযোগ দাও।।
নারী জাগো জাগাও নারীত্ব, বাঁচতে হবে নিজের মতো।
উন্নতির শিখর ধরতে হলে, বাঁধা সকল ভুল তবে।
বাঁচো আকাশে  নিজের মতো, শোন কেন পর বচন।।

একটি মন্তব্য পোস্ট করুন