বিশ্বকবি

 সুমিতা স্মৃতি

বিশ্বকবি তুমি রবীন্দ্রনাথ নাম। 
বললে শেষ হয়না তোমার সুনাম।। 
ধন্য মোদের ভারতবর্ষ, ধন্য বাংলার  মাটি। 
তোমার দেখানো পথেই আমরা এখনো হাঁটি।। 
বাংলা সাহিত্যে অনুরাগী তুমি, ইংরেজিতে ও রেখেছ অবদান। 
বিশ্বজুড়ে পূজিত তুমি মহান তোমার দান।। 
নোবেলজয়ী রবি তুমি, প্রখর তোমার দীপ্তি। 
তোমার মধুর সঙ্গীত শুনে মনে আসে তৃপ্তি।। 
সাদাসিধে স্বভাব তোমার, সাধারণ আচরণ। 
হৃদয়ে আমি তুলে রেখেছি তোমার যুগল চরণ।।

একটি মন্তব্য পোস্ট করুন