✍️ সুস্মিতা দেবনাথ।
স্কুল বিদ্যাস্তান।
স্কুল হল সমাজ গড়ার পীঠস্তান।।
স্কুল নিয়ন্ত্রণাধীন।
স্কুল জীবনে সবাই স্বাধীন।।
স্কুলের শিক্ষায় মনোষত্য পাই।
মা বাবা আর শিক্ষক শিক্ষিকাই হাত ধরে পথ চলাই।।
ভুল করলে সুধরে দেয়। এমনটা স্কুল জীবনেয় বেশী হয়।।
স্কুলকে আজ miss করি।
স্কুলকে আমি ভালবাসি।।
স্কুল শিক্ষামন্দির।
স্কুলকে শতকুটি প্রনাম করি।।
0 মন্তব্যসমূহ