✍️ সুস্মিতা মহাজন
এক বিন্দু রক্তের দাগ
ছড়ছে প্রতিনিয়ত,
হাজারো স্বপ্ন মিথ্যে হচ্ছে
যুদ্ধ চলছে শত।
মাপ চলছে দাঁড়িপাল্লায়
কার দর কত?
এক পাল্লা ভারী বটে,অন্য পাল্লা ছোট।
মাটির উপর চাপ সৃষ্টি করছে যারা,
একদিন বুঝবে কি ছিলো তারা।
দাঁতে দাঁত চেপে আছে মশা,
আর কিছুটা পরেই মৃত্যু তার দশা।
0 মন্তব্যসমূহ