দুঃখীর জীবন জয়‌‌


‌‌           ✍️সুজন দেবনাথ

হিমেল পরশ লাগলো বুকে
আসলো বুঝি শীত?
দিকে দিকে বাজছে যে আজ
পৌষ পাবনের গীত।।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ
এটাও তার একটি অঙ্গ।
আনন্দেতে মেতে ওঠে তাই
সকলেই দিই তাতে সঙ্গ।।
গ্ৰীষ্ম কাটে যেমন তেমন
দরিদ্রের, শীত বস্ত্রের বড্ড অভাব।
পরিস্থিতির স্বীকার তারা
এটা নয়তো তাদের স্বভাব।।
আমি আছি সদাই ঘরে মহা আনন্দেতে
শীতের রাতে উষ্ণতা পেতে আছে দামী কম্বল।
কিন্তু যাদের দুঃখ নিত্যসঙ্গী রয়েছে আস্তাকুঁড়ে
তাদের আছে বিছানা জুড়ে ছেঁড়া কাঁথাটাই সম্বল।।
আনন্দ যেমন বীরহও তেমন
সবার পাশা-পাশি তেই রয়।
চলো না এবার হাতে হাত ধরি,
মিলেমিশে করি, দুঃখীর জীবন জয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ