খুলে দেখি ঝরাপাতা

রেহানা বেগম হেনা ✒️

খুলে দেখি ঝরাপাতার ওড়না-
হাজারো বোবাকান্না সয়ে
হাওয়ায় থেমে থেমে যায় বয়ে,
পাহাড়ের বুক চিরে গুমরে নামে ঝর্ণা,
অভিমানী পাথরের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে
 ধীরে মন্থরে গড়ায় মিঠে জলের ধারা ।
সামনের অগণিত হোঁচট
,নুড়ি ঠেলে এগিয়ে চলে আপন খেয়ালে ।

কাকডাকা ভোরের আকাশ 
চঞ্চল উদ্দাম সাহসী,
কৌতুহলী দৃষ্টিতে দেখে মেঠো আলপথ
দুপাশের ছোট ছোট কৃষকের চৌকাঠ
, পাইন আর দেবদারুর মাটির দাওয়া। 

রঙিন মাছের নানান জলকল্লোল কসরত
 সামনের দিকে এগিয়ে চলে ।
মন্থর গতির ধীরে লয়ে জমে পলি
হৃদয়ের ভিটের ওপরে রাশি রাশি
উঁচু হয় স্তরে স্তরে মোহনার কাছাকাছি,
সামনে সৈকত 
শুধু অন্তহীন অপেক্ষা..
কিছু পরেই মিশে যাবে মিঠে জলের ধারা
মিলবে গো সমুদ্রের নোনা জলে
সেখানেই তার আগামীর অস্তিত্ব।
মেঘ যাদের ভাসতে শেখায়, বৃষ্টি শেখায় ঝরা,
তাদেরই ঋণ থেকে যায় সময়টুকু ছাড়া ।

একটি মন্তব্য পোস্ট করুন