আমার কপালে ফুটাতে চাই সূর্য ফুল
আমায় সাহায্য করো
আজীবন গেঁথে রাখবো হৃদয়ে
ভোর হবার দিন গুলো ।
চাঁদফুল বসাবো নাক চাবিতে
আমায় সাহায্য করো ,
আজীবন ব ইয়ে রাখবো শিরায় শিরায়
জোনাকির আলোভরা রাত গুলো ।
হাতের মেহেদী তে আঁকতে চাই গাছপালা
আমায় সাহায্য করো
আজীবন রাখতে চাই শ্বাস প্রশ্বাসের চাবি
প্রকৃতির মিঠে ঘ্রাণ ।
পায়ে আলতা দিয়ে আঁকতে চাই নদীর ঢেউ
উচ্ছলতা কলকল নিশান
আমায় সাহায্য করো ,
আজীবন হতে চাই পানসীর মাঝি
দু পায়ে বাজাতে সমুদ্রের উত্তাল ঝুমুর ।
হৃদয় আয়নায় বসাতে চাই হৃদয় ফুল
বাজবে নূপুর নাচবে ঝুমুর ।
আমায় সাহায্য করো ,
আজীবন গায়ে মাখতে চাই মেটে ফুল
আকাশ ফুল, চাঁদফুল,তারা ফুল , হাসি ফুল প্রেম ফুলের স্পর্শ
আর ভয় পাবো না বিশ্বায়নের থাবায়।