ভেবে দেখো

             গোপাল দে

পরের ভুলে আঙুল ঠেলে
বাজার গরম করছো বেশ।
তুমি বাবু পাকা খোকা
তোমার রূপের নাই তো শেষ।

বাতির তলায় অন্ধকার আর
শর্ষের মধ‍্যেই ভূত থাকে।
নিজের ভুলে লাগাম টানো
বাঁচাও তোমার নাকটাকে।

একটি মন্তব্য পোস্ট করুন