স্বাগত বৈশাখ

সৌমেন ভট্টাচার্য্য

এসো হে বৈশাখ...
     নব কলেবরে
চৈতের চিতাভস্ম 
 দাও বৃষ্টিতে ধুয়ে মুছে।

ঝড় -ঝঞ্ঝা নয়
এসো কালবৈশাখীর তান্ডব পরিহারে।
ফুল ফল শোভে কত গাছে গাছে বাগে বাগে,
তাদের তছনছ দিও না করে 
রুদ্রমূর্তি ধরে।

গ্রীষ্মের ফল সব 
   হয় রসালো।
কৃষকের আশা তুমি 
     করো পূর্ণ মধুর রূপে।
এসো হে বৈশাখ----
      নব কলেবরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন