🖋প্রিতম দাশ
একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্নেহ-মমতার পরশে আচ্ছাদিত থাকে। ধীরে ধীরে প্রকৃতির আলো বাতাস পেয়ে যখন প্রথমবারের মত হাঁটতে শুরু করে ঠিক তখন থেকেই শুরু হয় তার জীবন যুদ্ধ। সেই একটু একটু করে প্রকৃতির লীলা কীর্তন ও সমাজের মানুষের নানান মানসিকতার পরিচয় পায়, সঞ্জয় করতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা, যাতে করে ভবিষ্যতে সে পথে হাঁটতে গিয়ে তাকে কোনো অসুবিধায় না পড়তে হয়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে জীবন মানেই সমস্যার সমুদ্র, আর সেই সমস্যা গুলোর সমাধান নিজেকেই খুঁজে বের করতে হবে। জীবনের প্রতিটি কাজেই যে সবসময় সফলতা আসবে এমন মোটেই নয়, অসফলতাও জুড়িয়ে থাকে কিছু মূল্যবান পদক্ষেপে, আর সে অসফলতার মুখোমুখি হয়ে অনেকেই নিজের জীবন থেকে চিরকালের জন্য বিরতি নিয়ে নেয়। যেটা মানুষের জীবনের সবচাইতে ভুল সিদ্ধান্ত। অসফলতাময় কাজগুলোই নতুন কিছু শিখিয়ে যাবে এবং অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও সততার মাধ্যমে তাকে অসফলতার মাঝে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নিতে হবে। জীবন যুদ্ধ বহু কঠিন তায় পরিপূর্ণ, আর তাকে সেই সকল কঠিনতায় নিজেকে লুকিয়ে রেখে নয় বরং সাহসী ও সংগ্রামী করে তুলতে হবে। তবেই জীবনের এই মহাযুদ্ধে সে নিজেকে বিজয়ী রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে
0 মন্তব্যসমূহ