হে পুরুষ তুমি যে মহান

 🖋শুক্লা চক্রবর্তী

হে পুরুষ, তুমি তবে যে মহান। 
পুরুষ তুমি-ই তো কতকাল ধরে, 
বটবৃক্ষের ন্যায় তোমার কাঁধে যে
বয়ে নিয়ে চলছো বৃহৎ সংসারের ভার। 
পুরুষ তুমি যে মাতৃরূপে সন্মান করেছো প্রকৃতিকে, 
আবার তুমি-ই পুরুষ স্বামীরূপে ভালোবেসেছো প্রকৃতিকে। 
তুমি-ই পুরুষ ভ্রাতৃরূপে রক্ষা করে গেছো, 
প্রকৃতিকে ঝড়ো হাওয়া থেকে। 
আবার কখনো কন্যারূপে বুকে টেনে নিয়েছো প্রকৃতিকে। 
তবুও তোমায় করেছি কতো যে অপমান! 
নারী গর্ভে তিল তিল করে বেড়ে ওঠা সন্তানটিকে, 
পুরুষ তুমি-ই তো দিয়েছো তাতে প্রাণ। 
তবে কি বলি আমি, 
নারী পুরুষ বলে যেনো ভেদাভেদ না করি
সবার উপরে যে মনুষ্যত্ব প্রধান। 
তাইতো পুরুষ তোমায় করি শতশত প্রণাম। 
হে পুরুষ, তুমি তবে যে মহান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ