মা

    ✍️ সৌরভ দেবনাথ

মা মাগো তুমি জননী তুমি জীবন দাতা তুমি আমার শ্বাস,
তুমি বিনে এই পৃথিবীতে নেই কোন আমার আশ্বাস।
মা তুমি ঈশ্বর তুমি ভগবান তুমি আমার সব ,
তোমায় ছাড়া জীবনে আমার লাগে সবই শূন্য পথ।
দশ মাস দশ দিন কষ্ট সয়ে আনলে আমায় এই পৃথিবীতে,
আমি যে তোমার পরম ঋণী শোধ করতে পারব না এই জীবনে।
শাসনে আদরে অতিকষ্টে মানুষ করলে আমায়,
ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো মা যেন হয় ঘরে ঘরে সবার।
মা যখন ছিলাম ছোট বুঝতাম না তোমার মূল্য খানি,
আর যখন চলে গেলে আমায় ছেড়ে তোমার কথা মনে নিয়ে একা একা কাঁদি।
মা এই জীবনে পারলাম না আমি তোমার সেবা করতে,
আগামী জন্মে গর্ভে নিও এই ঋণ শোধ করাতে।
কোথায় তুমি চলে গেলে কত বহুদূরে! তোমাকে খুজি আমি সারাটিক্ষণে,
একবার এসে ধরা দাও আমার এই জীবনে,
তোমাকে দেখতে মাগো খুব ইচ্ছে করে।
জানি মাগো তুমি আর আসবে না এই ত্রিভুবনে,
তবুও আমি ভালোবাসবো মা তোমায় সারা জীবন ভরে,
মাগো তোমায় জানাই প্রণাম তোমার দু-চরণে,
আশীর্বাদ রেখো মাগো আমার উপরে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ