✍️ পান্থ দাস
ব্যস্ততার সাথে দিনটা যে কখন কেটে যায়, ভাবনার সময় টুকুও পাইনা ৷ সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে কখন যে দিন আর রাত হয় বুঝাই যায় না। কিন্তু হাজারো কোলাহলেও খুব মনে পরে ফেলে যাওয়া সময়ের কিছু অসমাপ্ত পৃষ্ঠা ৷ সেও একটা সময় ছিল যখন, ডায়ারির পাতায় ভালো, খারাপ, দুঃখ, ভালোলাগাটা লিখতাম প্রতিদিন কিন্তু, এখন যেন অনুভূতিটাই আর আসে না ৷ হয়তবা একেই দায়িত্ব বলে ৷ সময়ের সাথে নিজেকে হারিয়ে ফেলা বলে ৷
অতনুর মতো আমার জীবনটা এত আনন্দপূর্ন ছিলনা ৷ হয়তবা তাই জীবনের বাস্তবিকতা খুঁজে পেয়েছি ৷ অন্যের হাসিতে নিজের হাসি খুঁজে পেয়েছি ৷ পরিস্থিতির চাপে নিজেকে মানাতে শিখেছি ৷ শুধু শিখিনি মানুষের অভিনয় করা কিছু বিশ্বাসঘাতককে চিনতে ৷ ভালোবাসার নাম করে খেলা করা মুখোশধারি ব্যক্তিত্বকে ৷
তারপরেও যে চলতে হবে, সময়ে অসময়ে দৗড়াতে যে হবেই ৷ রোদ বৃষ্টি মাথায় করে দায়িত্ব যে সামলাতেই হবে ৷ সুখের সাথে দিনটা না কাটলেও পরিবারের সাথে রাতটা যে ভালো কাতাটেই হবে ৷ হ্যাঁ, এটাই ব্যস্ততার জীবন ৷
0 মন্তব্যসমূহ