ভাবো

    ✍️ সুস্মিতা সরকার

নারী বলে ঘৃনা কর 
ঘৃনা কর মাকে ?
ঘৃনা যদি করতে হয় 
কর শুধু নিজেকে ।
ভুলে কি গেছো তুমি            
জন্ম তোমার কার গর্ভে ?
সন্মান করো নারী জাতীকে 
যে জন্ম দিয়েছে তোমাকে । 

একটি মন্তব্য পোস্ট করুন