✍️আক্তার হোসেন
অভিমানী বসন্ত বসে আছে বৃষ্টির অপেক্ষায়,
শান্ত শিশির হারিয়ে গেছে উষ্ণ শহরে।
আমার কবিতা হারিয়ে ফেলেছে ছন্দ,
তবুও মনের ভাবনা লিখে রাখি,হোক সে মন্দ।
অক্ষর গুলো হয়তো নিরুদ্দেশ,
অর্থময় শব্দ গুলো হেঁটে চলে যায় অজানা দেশে।
প্রকৃতি থেকে শিখে ছিলাম পঙক্তির বিন্যাস,
এখন তাঁর–ই সাথে 'পা, মিলিয়ে চলেছি ছুটে।
ক্লান্ত শরীরে বেয়ে নামে অশ্রান্ত ঘাম,
আকাশে-আকাশে ডেকে বেড়ায় বিরহী মেঘ।
বিরহী চোখের জল তবুও পড়ে না এ ধারায়,
অভিমানের ফাটলে তৈরী হয় বিচ্ছেদ।
বিরহের জ্বালা সহেও কমে না অভিমান,
অভিমানী বসন্ত বলে মেঘ তুই চির বেইমান।