সাহিত্য সম্রাট বঙ্কিম তুমি।
শুধু কবিই নও,
বাংলা সাহিত্যে তোমার অসিম অবদান,
ভুলে যাবার নয়।।
প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক তুমি।
গিতার ব্যক্ষাদাতা হিসেবেও বিষেশ ক্ষেতিমান তুমি।।
ছদ্মনাম তোমার কমলাকান্ত।
জন্ম ২৬ জুন ১৮৩৮ সালে, নৈহাটির কাঠাঁল পাড়ায়।।
তুমি আছো সাহিত্যে আছো আমার মনে।
তুমি চিরকাল থাকবে বেচেঁ,
এই ভাবেই অমর হয়ে।।