✍️প্রবীর পাঁন্ডে
চেয়ে দেখো একবার মুক্ত বাতায়নে
বসন্ত এসেছে আজি এ মর্ত্য ভূবনে-
মাতিল জগত সারা কূজনে-গুঞ্জনে,
ধরিল সবুজ রঙ সবাকার মনে।
গুচ্ছে গুচ্ছে ধরিয়াছে প্রেমাম্র মুকুল,
শাখায় শাখায় শত ফুটিয়াছে ফুল।
নির্মল বাতাস বহে মৃদুমন্দ গন্ধে,
গাহে পিকবর গান মধুময় ছন্দে।
দলে দলে ধায় অলি কুসুমের বনে
করিবারে মধুপান প্রফল্লিত মনে।
কপোত- কপোতি যুগ বসি বৃক্ষ'পরে
অধরে-অধর রাখি প্রেমালাপ করে।
কত বীণা কত বেণু উঠিতেছে বাজি,
প্রকৃতি সুন্দর রূপে উঠিয়াছে সাজি।
শ্যামলিমা বধূ তার আঁচল বিছায়ে
কত যে সৌন্দর্য রাশি দিয়েছে ছড়ায়ে।
কত হাসি কত গান কত আলাপন-
বসন্তের মহোৎসব এ মহা মিলন।
আজি এই ফাগুনের শুভ আগমনে
কি আনন্দ! কি উছ্বাস! মানব জীবনে।