অচেনার ভীড়ে হারাই না আর

    ✍️ সুজন দেবনাথ

অচেনার দেশে কত শত মুখ
আমারে ডাকিয়া কহে,
পথিক তোমার পথ ভুলেও
এতো হাসি কেন বহে?

একগাল হেসে বলিতাম আমি
এইতো পরম সুখ,
আমার মতো তুমিও হাসো
কেটে যাবে সব দুখ।

পথ তো আমি সেদিন ভুলেছি
ধরনী নিয়েছে কোলে,
যত দুখ তাই আর কিছু নাই
সবই যেন গেছি ভুলে।

আজ আমি তাই যেই পথে যাই
সবই যে লাগে চেনা,
অচেনার ভীড়ে হারাই না আর
নেই কোনো লেনাদেনা।

একটি মন্তব্য পোস্ট করুন