পরাধীন ভারতের অশ্রু জলে
হয়েছিলে হাজির এক বিশাল বলে,
বন্দেমাতরমের অগ্নি স্লোগানে
উঠেছিল কেঁপে ব্রিটিশ সেইকালে ৷
নৈহাটির গৌরব তুমি
গৌরব তুমি সমগ্র ভারতের,
বঙ্গদর্শনের দ্বারা তুলেছিলে
মূল সুর প্রতিবাদের ৷
বাংলা সাহিত্যের
সাহিত্য সম্রাট তুমি
ছিলে উপন্যাসেরও জনক,
ছদ্মনামে কমলাকান্ত তুমি
রেখে গেলে অজস্র সৃষ্টি
মূলত দুর্গেশনন্দিনী এবং আনন্দমঠ ৷