-পান্হ দাস
তুমি পৃথিবী তুমি বিশ্ব রজনী
দেখেছিনু বটে তোমার সৃষ্টির কাহিনী,
তোমার লেখায় জন্ম লক্ষ লক্ষ চরিত্র
কাটেনাকো অধীর সাঝের রূপোলী ছত্র ৷
বাংলার শোভায়
তুমি চির বিরাজিত,
রেখে গিয়েছো শান্তি নিকেতনে
তোমার অসীম আলোর আলোকিত ৷
অন্তহীন সোনালী সোনার তরীর
সুদক্ষ মাঝি তুমি,
সোনার মুকুটে রয়েছে নোবেলও
প্রকৃতিতে তুমিই সকল বাঙালির জননী ৷
পরাধীন ভারতের জ্বলন্ত শিখায়
আস্ত কুমিরের দল যখন দিয়েছিল হানা,
আপাদমস্তক ক্রোধে, বিষাদে প্রতিবাদের সুরে
গর্বের সাথে করেছিলে 'নাইট' উপাধি মানা ৷
গীতাঞ্জলী কে কেই বা পারে ভুলতে
ইতিহাসের পাতায় আছে তা সংরক্ষিত,
রাজর্ষিতে আজও আছে
ত্রিপুরার ঐতিহাসিক কথা বর্ণিত ৷
থাকবে চির অমর হয়ে তুমি
শত শত তোমার সংগীতে, রচনায় ও সৃষ্টিতে
থাকবে চির স্মরণীয় হয়ে তুমি
আমাদের অনন্য জাতীয় সংগীতে ৷