অভিশাপ


                      ✍️শতরূপা

সবই তো অভিশাপ বলো !
এই মহামারী, এই ঝড় 
হচ্ছে সব বিনষ্ট
খালি হচ্ছে প্রতিটা ঘর। 

কেমন নীরব ছিল প্রকৃতি !
সইতো সব অত্যাচার,
দূষিত আজ মানুষ
প্রতিটা ঘর হলো ছাড়কার। 

সেই তো ডেডবডি হচ্ছে প্যাকিং 
প্লাস্টিকে মুড়ে, মুড়ে
পেতে হয় কর্মফল
দেখলে তো এই ভবঘুরে। 

মানুষ নাকি পাখি
রাখা যায় না আটকে,
ছোট্ট একটা ভাইরাস
দিলো গেম পটকে। 

সবই তো কর্মফল বলো !
ওতো শত অ্যাম্বুলেন্সর শোর
প্রকৃতি আজ হাসছে,
হারতে দেখে মানুষের জোড়।



একটি মন্তব্য পোস্ট করুন