🖌️ অভিজিৎ চক্রবর্ত্তী
জন্মিয়া মায়ের কোলে যে সন্তান জননী ভুলে।
মাতৃ জঠরে যেন তার স্থান নাহি মিলে।।
ভূমিষ্ঠ হওয়ার পরে যে হাওয়া লাগে গায়ে।
স্বদেশের মাটিতে গড়া নিজ কায়া পেয়ে।।
স্বদেশের জল-হাওয়া রোজ পেয়ে পেয়ে।
বেড়ে ওঠে মানবশিশু মাতৃদুগ্ধ খেয়ে।।
স্বদেশ লালন-পালন করে নিজ সন্তানেরে।
ব্রিটিশ বাহিনী এসে তারে শাসন করে।।
দুশোটি বছর ধরে কত অন্যায় আর অত্যাচার।
১৯৪৭ সালে ১৫ ই আগস্ট দিনটি তার প্রতিকার।
দেশের মাটি যারে হৃদয়ে রেখেছে ধরে।
সেই ছেলে দেশের জন্য মুক্তি যুদ্ধ করে।।
বর্বর অত্যাচার, শাসন-শোষণ হলো অবসান।
শহীদের রক্তে পেলাম মোরা স্বাধীনতার মান।।
স্বদেশের লাগি কত সন্তান দিয়েছে নিজের প্রাণ।
স্বাধীনতা আজ তাদের দেওয়া মুক্তির শ্লোগান।।
ব্রিটিশের হাতে অস্ত্রাঘাতে রক্ত নদী বহে।
দেশ আজিকে রক্তে রাঙনো মুক্তির গান গায়ে।
0 মন্তব্যসমূহ