✍️দীপু দেবনাথ
রক্ত মাখা পোশাকে দেখেছি আমি হাজারো চোখ
সেই রাঙা চোখে ছিল স্বাধীনতার সুখ
কতই না ঝরেছে রক্ত, হয়েছে মার কূল শূন্য
রাতের আধারে কত সন্তানকে ছিড়ে খেয়েছে বন্য পশু
আঁধারে মায়ের আর্তনাদ, সন্তান কে হারাবার
বাতাসে বইছে রক্ত মাখা দুর্গন্ধ
স্বাধীন হবার বইছে রক্তের ধারা
এই নির্মমতার পরিহাসে মাটি রক্তাক্ত
মাটির বুকে লেগেছে শীত,
পরেছে গায় লাল চাদর
কূলে তুলে নিয়েছে মাতৃ ভূমি বির সন্তান কে
ফিরুক মায়ের কোলে সন্তান
ফিরুক সিঁথির সিঁদুর।
উড়োক পাখি নির্ভয়ে
বয়ে আনুক খুশি সবার মনে ।
0 মন্তব্যসমূহ