অপর্ণা সিনহা ✍️
আকাশ জানে রঙ নেই তার
কুচকুচে সে কালো
সবাই বলে নীল রঙা সে
ভাবতে লাগে ভালো।
চাঁদের যত রূপ আছে আর
তেমনই তার দাগ
ভাল্লাগেনা দিনের শেষে
করিস যখন রাগ!
স্বপ্ন আমার বাগান জুড়ে
ফুটছে রঙিন ফুল
চোখ খুলতেই কাঁটার ক্ষত
জীবন জুড়ে ভুল!
তোমার ডানা ঋণ করেছি
একটু দেখি উড়ে
সোনার কাঠি ছুঁয়ে দিলেই
ঘুম আসে যে ভোরে।
বনের পাখি বন্দী হলে
কষ্টে কাঁদে খাঁচা,
শিকার যেন দু'হাত তুলে
বলে বাঁচাও বাঁচা!
0 মন্তব্যসমূহ