অতীত জীবন

 চিন্ময় রায় ✍️

 ছোট থেকেই শুনি যে মুই,
 মানব জীবন সুখের হয়।
 ছোটবেলায় ভয়ের জিনিস!
 ভয়-ও পেতাম মনে হয়।
 কারো কাছে অতীত হয়তো বেঁচে থেকে অর্তনাদ,
 কারো কাছে বর্তমান আজ,
 সূর্যালো ও সুপ্রভাত।
 অতীতে বড়ই কষ্টদায়ক,
 অতীত আবার হাহাকার।
 কষ্টদায়ক জীবন পেরিয়ে,
 বর্তমানের সুখ সংসার।
 অতীতে যিনি রাজা ছিলেন, বর্তমানে ভিখেরি!
 অতীত বড়ই কষ্টদায়ক,
 চোখে জল আসে ভারী।
 অতীত মোদের বাঁচতে শেখায়,
 অতীত সঠিক রাস্তা দেখায়।
 তাইতো বলি অতীতে থেকে শিক্ষা নিও ভাই,
 বর্তমানে চলতে গেলে,
 অতীতে ছাড়া গতি নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ