রসিক ঠিকেদার

✒️দীপক রঞ্জন কর
 
হাওড়ার ঠিকেদার হরিপদ পালদা
শখ করে ট্রেন ধরে গিয়েছিল মালদা।
জ্যান্ত মাছ চাই চিংড়ি, কই ,গলদা,
শহর হতে আনবে তাজা টেংরা,পাবদা।
ট্রেন থেকে নেমে দেখে পকেট খানি ফাঁকা,
হাত দিতেই বুঝে যায় উধাও সব টাকা।
কিযে হলো ভাবে সে,সেজে গেল বোকা,
মাছ খেতে এসে শেষে খেয়ে গেল ধোকা।
ফেরা ট্রেনে বাড়ি ফিরে রসিক ঠিকেদার
পালদা'র মালদা যাওয়ার স্বপ্নই ছারখার।

একটি মন্তব্য পোস্ট করুন