✒️অভিজিৎ চক্রবর্ত্তী
প্রতিটি মানুষের মনেই নগ্নতার বসবাস।
আর আচার আচরণেই তাঁর বহিঃপ্রকাশ।।
যুগ যুগ ধরে আমরা নগ্নতা প্রতিপালন করি।
কখনো বা কেউ মহোৎসবে উৎযাপনও করি।।
কিন্তু আমাদের ভাবা উচিৎ
এগুলো পাশবিক বৈশিষ্ট্য ছাড়া আর কিছু নয়।
মনুষ্যত্ব ভুলে মানুষ পশুতে পরিনত হয়।।
ছন্দহারা জীবনে নগ্নতা মাতাল হয়ে উঠে
নিস্তব্ধ জীবন পথের কন্ঠরুদ্ধ মুখে।
সুপ্ত আগ্নেয়গিরির মতো হঠাৎ করে জলন্ত লার্ভা ভেসে উঠে সমাজের বুকে।।
প্রবল গতিতে ছুটে চলে রক্তধারা অনির্বার।
চারিদিকে শুধু হাহাকার করুণ আর্তনাদ।।
ধর্ষন, খুন নিয়েই প্রতিদিনের প্রভাত সমাচার।
শহরে নগরে অলিতে গলিতে শুধু নগ্নতার ফাঁদ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন