✍️পাপিয়া দাস
দুঃখময় জীবন তবুও
কবিতা সমগ্রে তিনি ।
সুরকার ও গীতিকার হয়ে
মানুষের হৃদয়ে বিরাজমান যিনি।
সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন
পাননি তিনি কখনও,
জীবনের দুঃখের সাথে লড়াই
তারই কাছ থেকে শেখানো।
কতটুকুই না কষ্ট পাই
যদি কামড়ে ক্ষত করে ভীমরুল,
তার চেয়ে বহু কষ্ট সহ্য করেন যিনি
তিনি আমাদের প্রিয় নজরুল।