✍️গোপাল বনিক
গঙ্গার বুকে মৃত লাশ ছবি আঁকে,
বাতাসে ভেসে আসে বোবা কান্নার সুর।
আস্তাকুঁড়ে উচ্ছিষ্ট খোঁজে ক্ষুব্ধ যৌবন,
আহা মানুষের কি আশ্চর্য সুদিন!
দন্ডমুন্ডের কর্তারা এখন কারফিউ ছুঁড়ে দেয়
খেটে খাওয়া মানুষ ককিয়ে উঠে বেদনার অশ্রু হাহাকারে।
এইসব দেখে মহাজন মোহাঞ্জনে খঞ্জনি বাজায়,
সুনিপুন চতুরালিতে স্ফীত করে কালো ভান্ড।
প্রিয় নজরুল এখন তোমার থেকে চেয়ে নেবো-
বিদ্রোহের নিপুন ভোজালি,
শিখে নেবো শেকল ভাঙার গান।
ফিরিয়ে আনবো বঞ্চিত মানুষের শাশ্বত সুর,
তোমার চেতনায় নুতন করে উদিত হউক -
পুবকাশের বলয় কুসুম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন