প্রিয় নজরুল তুমি


               ✍️সুজন দেবনাথ 

প্রিয় নজরুল তুমি শ্রেষ্ঠ কবি
রয়েছো বাঙালির মন মন্দিরে।
তোমার জ্ঞানে আলোকিত ধরা
দীপ্তমান তুমি দুই বাংলা জুড়ে।। 

ভেদাভেদ তুমি দূর করেছ ওগো
ছড়ায়ে দিয়েছো অমর বাণী।
সদা দিন দুঃখিরে ভালোবেসেছ
ছিলে তুমি এক অনন্য মহাদানি।। 

কাব্যে,গল্পে,গানে,নাটকে তুমি
কলমে নিয়ত করেছো কত সমর।
বিদ্রোহী ভাব প্রকাশে আজও
সাহিত্যে হয়ে রয়েছো অমর।। 

তুমি দরিদ্র ঘরে জন্ম নিয়েছো
সর্বদাই কেঁদেছ দুঃখীর তরে।
দুখু মিয়া তোমার নাম হয়েছে
এই নিখিল জগৎ মাঝারে।।

ভুলিবে না কভু জাতি তোমারে
চিরকাল থাকবে সবার অন্তরে।
পথ দিশারী তুমি রয়েছো সাথে
সকল অসহায়ে পথে প্রান্তরে।।

একটি মন্তব্য পোস্ট করুন