✍️সুস্মিতা দেবনাথ।
চুড়ুলিয়া গ্রামে জন্ম তোমর,
ডাকনাম দুঃখুমিয়া।
বাল্য কৈশোর যৌবন তোমার
কাটে দারিদ্র্যতাই ।
শিমাহীন দুঃখ - কষ্টের মাঝেও তুমি বাংলা কাব্য ও সাহিত্যকে ভুলনি।
বিষ্ময়কর প্রতিভা তোমার,
ভুলে যাবার নয়।
আজ কিছু লিখতে যেতে তোমাকে স্মরণ করে মন।
বিদ্রোহী কবি নজরুল তোমি,
লহোগো প্রনাম।