✍️টিটু বনিক
প্রবল ঝড়ের তান্ডবে ঝরে যাক
তোমার বৃক্ষের সকল শুষ্ক পত্র।
তুমি বস্ত্রহীন হও আর আমি চেয়ে থাকবো,
আমি উন্মাদ হবো,
আকাশে গিয়ে বজ্রপাত হবো।
ভগ্ন প্রাচীরের মত আমিও পৃথক হবো।
তবুও কামের আসক্তে প্রলোভিত হবো না,
তুমি জোয়ার আনলেই বা কি,
আমি ত্যাগ করেছি সেই আসক্ত দহন করে শত শত নিশিতে পাথর চাপিয়ে আমি করেছি শ্বাসরোধ ।
এখন নিঃসঙ্গ নদীর মত আমিও বইতে জানি,
আর একা একা হেঁটে যেতে পারি বহুদূর
শত দূর এক দিগন্ত পথে।
0 মন্তব্যসমূহ